Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance



গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সমাজসেবা অধিদপ্তর

দুঃস্থ ও ভবঘুরে প্রশিক্ষণ ও পুনর্বাসণ কেন্দ্র

রুপাতলী, বরিশাল।





প্রতিষ্ঠানের নাম

:

দুঃস্থ ও ভবঘুরে প্রশিক্ষণ ও পুনর্বাসণ কেন্দ্র, রুপাতলী, বরিশাল।



জমির পরিমাণ

:

২.৪৬ একর।



প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বিবরণ

:

বিগত ০৬.১০.১৯৯৩ তারিখে ব্যয়যুক্তিকরণ সভা ও ২৭.০৬.১৯৯৪ তারিখে আন্তঃমন্ত্রনালয় সুপারিশের আলোকে বিগত ০৩.১২.১৯৯৪ তারিখে প্রকল্পটি টিসিপি অনুমোদিত হয়। অতঃপর ১৫.১২.১৯৯৫ তারিখে প্রকল্পটি পিপির উপর অনুষ্ঠিত ডিপিইসি সভার সুপারিশের আলোকে জিওবি অনুদানে জুলাই ১৯৯৪ হতে জুন ১৯৯৭ সময়ে বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক উহা চুড়ান্তভাবে অনুমোদিত হয়। দারিদ্র, বেকরত্ব, সামাজিক বঞ্চনা ও নিপীরণ এবং অন্যান্য, আর্থ সামাজিক দূরাবস্থার কারণে সৃষ্ঠ, দুঃস্থ ছিন্নমূল মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ছিন্নমূল মহিলা ও পুরুষদের আশ্রয়, রক্ষনাবেক্ষন ও প্রশিক্ষনের জন্য শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পুনর্বাসন করার জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়। কিন্তু প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হবার পূর্বেই ২০০৫ সাল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) তাদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দুঃস্থ ও ভবঘুরে কেন্দ্রের স্থাপনা দখলে নিয়ে তাদের অস্থায়ী ক্যাম্প হিসেবে ব্যবহার করে। ২০১৭ সালে র‌্যাব-৮ এর কাছ থেকে আমাদের এই স্থাপনা পুনঃউদ্ধার করা হয়। পরবর্তীতে পরিচালক (প্রতিষ্ঠান), সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা মহোদয়ের স্মারক নং- ৩৫৫; তারিখ: ০৪.১০ ২০২৭ খ্রিঃ মোতাবেক শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র এর সাময়িকভাবে কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি প্রদান করা হয়। অদ্যবধি শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালিকা), বরিশাল এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সমাজকল্যাণ মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক উক্ত কেন্দ্রের অভ্যন্তরের খালি জায়গার পূর্ব দক্ষিন অংশে সমাজসেবা অধিদপ্তরাধীন জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হলে সয়েল্ট টেষ্ট ও ভবনের নকশা অনুমোদন করা হয়। বিগত ০৮.০২.২০১৮ সালে মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন বরিশাল এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বর্তমানে ৬ তলা বিশিষ্ট জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনটিতে কার্যক্রম পরিচালিত হচ্ছে।



প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য

:

দুঃস্থ ও ভবঘুরে মানুষদের যথাযথ প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে কেন্দ্রসমূহের উন্নয়ন ও সম্প্রসারণ করাই প্রকল্পের মূল উদ্দেশ্য। ভবঘুরে এবং দুঃস্থদের সমস্যা চিহ্নিতকরণ এবং তাদের কল্যাণে ভবিষ্যৎ কল্যাণমূলক কর্মসূচির সম্প্রসারনের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণের জন্য জরিপ পরিচালনা এবং বিদ্যমান কেন্দ্রসমূহের অবস্থা সমস্যা চিহ্নিতকরণ এবং আরো উন্নয়ন সাধনের জন্য মূল্যায়ণ ইত্যাদি প্রধান প্রধান কার্যক্রম অন্তর্ভুক্ত।



নিবাসি সংক্রান্ত তথ্য

:

কার্যক্রম শুরু করা হয়নি।



উপকারভোগী

:

প্রযোজ্য নয়।



প্রতিষ্ঠানের সাধারণ তথ্য

:



ক্রমিক নং

প্রতিষ্ঠানের নাম

প্রতিষ্ঠানের সংখ্যা

উপকারভোগী/ অনুমোদিত আসন সংখ্যা

মন্তব্য

০১

দুঃস্থ ও ভবঘুরে প্রশিক্ষণ ও পুনর্বাসণ কেন্দ্র, রুপাতলী, বরিশাল।

০৫

১০০ জন।




ভবন/ স্থাপনাসমূহের বিবরণ

:

আবাসিক ভবন ০১ টি। ওয়ার্ডার ব্যারাক ০১ টি। নার্সিং ভবন ০১ টি।

প্রশিক্ষণ ভবন ০১ টি। ডরমেটরি ভবন ০১ টি।



প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য

:

০১) অনুমোদিত ট্রেড: হেয়ার কাটিং এবং কার্পেন্ট্রি।

০২) চলমান ট্রেড: প্রযোজ্য নয়।

০৩) যদি কোন ট্রেড বন্ধ থাকে তার নাম ও বন্ধ থাকার কারণ: প্রযোজ্য নয়।

০৪) প্রশিক্ষণ উপকরণ ও প্রশিক্ষণ কক্ষের স্থিরচিত্র: সংযুক্ত – ৬ টি চিত্র।



জনবল সংক্রান্ত

:



ক্রমিক নং

পদের নাম

পদ সংখ্যা

প্রেড

মন্তব্য

০১

ম্যানেজার

০১

৯ম


০২

সহকারি শিক্ষক কেস ওয়ার্ক সহকারি

02

১৩ তম


০৩

ট্রেড ইনস্ট্রাক্টর

04

১৪ তম


০৪

অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক

০১

১৬ তম


০৫

কম্পাউন্ডার

০২

১৬ তম


০৬

হেড ওয়ার্ডার

০১

১৮ তম


০৭

ওয়ার্ডার

০৭

১৯ তম


০৮

অফিস সহায়ক

০১

২০ তম


০৯

বাবুর্চি

০২

২০ তম


১০

পরিচ্ছন্নতা কর্মী

০১

২০ তম


 


প্রশিক্ষণ সংক্রান্ত যদি কোন সমস্যা থাকে তার বিবরণ

:

প্রযোজ্য নয়।



(স্বাক্ষরিত/ ১০.০৬.২০২৪)

জাবির আহমেদ

ম্যানেজার (অঃ দাঃ)

দুঃস্থ ও ভবঘুরে প্রশিক্ষণ ও পুনর্বাসণ কেন্দ্র

রুপাতলী, বরিশাল।

মোবাইল: 01718680616

ইমেইল: jabirahmed1977@gmail.com